নরসিংদীতে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে রোববার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত লাঠিসোটা ও টেঁটা নিয়ে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

নজরপুর ইউনিয়নের দুই প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, আনারস প্রতীকের জালাল উদ্দিন সরকার এবং নৌকা প্রতীকের সাইফুল হক স্বপন।
জানা গেছে, ২৮ নভেম্বর সকালে ভোট শুরুর কিছুক্ষণ পরই চেয়ারম্যান পদে নৌকা এবং আনারস প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে।

দুপক্ষই কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে ভোটকেন্দ্রের বাইরে টেঁটা ও লাঠিসোটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুনুর রশীদ বলেন, কেন্দ্রের বাইরে সামান্য সমস্যা থাকলেও ভোটকেন্দ্রের ভেতরে কোনো সমস্যা নেই। এখানে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে।

রাকিবুল ইসলাম/এমএসআর