নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অ‌ভি‌যো‌গে বরিশাল জেলার দুই উপজেলায় মোট ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে একজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মুলাদী ও বাবুগঞ্জ থেকে তাদের আটক করা হয়। 

রোববার (২৮ ন‌ভেম্বর) দুপুর পর্যন্ত তা‌দের আটক করা হ‌য়ে‌ছে।

ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) মো. শাহাজাহান ও অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (হেড‌কোয়ার্টার) ফরহাদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই কর্মকর্তা জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৭ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এর মধ্যে আলা‌মিন (২৬) নামে একজন মুলাদী উপ‌জেলার গাছুয়া এলাকার আলতাফ সরদা‌রের ছে‌লেকে ৭ দিনের  কারাদণ্ড দেওয়া হয়।

আর আটক বাকি ৯ জনের বিষ‌য়ে পরবর্তী‌তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লেও জানান পু‌লিশ সুপার।

প্রসঙ্গত, তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার তিনটি উপজেলার ৫টি ইউনিয়নে রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সৈয়দ মেহেদী হাসান/আরআই