চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রে গিয়ে দেখেন তার ব্যালট নেই
টাঙ্গাইলের কালিহাতীতে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ব্যালট উধাও এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকায় জালভোট দেওয়ার অভিযোগে দুজন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মাসুদুর রহমান বালা ও আনারস প্রতীকের আইয়ুব আলী নির্বাচন থেকে সরে ভোট বর্জনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বালা বলেন, সকালে সহবতপুর ইউনিয়নের আকুয়া ভোট কেন্দ্রে গিয়ে আমার মোটরসাইকেল প্রতীকের কোনো ব্যালট দেখতে পাইনি। এ ছাড়া কেন্দ্রের প্রতিটি কক্ষ থেকে এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে জালভোট দেওয়া হয়েছে। এটি নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের অবহিত করলেও কোনো ব্যবস্থা নেয়নি। এতে বাধ্য হয়ে ভোট বর্জন করতে হয়েছে।
বিজ্ঞাপন
একই অভিযোগ করেছেন আনারস প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী। তিনি জানান, নৌকা প্রতীকে জোর করে ভোট নিচ্ছে। বাধা দেওয়ায় কর্মীদের ওপর হামলা করেছে নৌকার সমর্থকরা। এ জন্য ভোট বর্জন করছি।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম বলেন, সহবতপুর ইউনিয়নের একজন স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের ব্যালট কেন্দ্রে পাওয়া যায়নি বলে জেনেছি। তবে কেন ব্যালট পেপার ছিল না সেটা নির্বাচন কর্মকর্তার সঙ্গে জেনে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।
অভিজিৎ ঘোষ/এনএ