নড়াইল থেকে মাগুরায় এসেছি ভোট দেখতে
বাঙালির কাছে ভোট যে উৎসবের মতো, সে কথাই প্রমাণ করে দিলেন ৭০ বছর বয়সী শাহাদত আলী। সুদূর নড়াইল থেকে মাগুরায় ভোট দেখতে এসেছেন তিনি।
রোববার (২৮ নভেম্বর) বেলা তিনটার দিকে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রোনগর ভোটকেন্দ্রের সামনে কথা হয় শাহাদত আলীর সঙ্গে।
বিজ্ঞাপন
শাহাদত আলী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের বাসিন্দা।
জানতে চাইলে শাহাদত আলী ঢাকা পোস্টকে বলেন, বাঙালির কাছে স্থানীয় সরকার নির্বাচন একটা উৎসবের মতো। তাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একজন বাসিন্দা হয়েও আপনাদের মাগুরায় ভোট দেখতে এসেছি। খুব সুন্দর পরিবেশে ভোট চলছে এবং তা ঘুরে ঘুরে দেখে উপভোগ করে মতামত প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এনএ