বাবাকে বিজয়ী করতে ফলাফল প্রত্যাখ্যান করে দুই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি করেছেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মো. লিয়াকত আলীর কাছে ১ হাজার ১১১ ভোটে হেরে গেছেন তার বাবা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.সাদেকুর রহমান।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যায় ভোট গণনার পর বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল জানা যায়। এতে মো. লিয়াকত আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২৮১ ভোট এর সাইমনের বাবা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৭০ ভোট।

রোববার রাতে ফলাফল প্রকাশের পর কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনের রাস্তা অবরোধ করে নায়ক সাইমনের বাবার সমর্থকরা। সেখানে বক্তব্য দেন সাইমন। তিনি বলেন, ৩ নং কেন্দ্রে ভোট জালিয়াতি ও ৮ নং কেন্দ্রে নৌকার ব্যালট ছিঁড়ে ফেলায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ইউএনওর কাছে।

আরও পড়ুন : এক ইলিশের দাম ৪৩০০ টাকা

আমরা এই লিখিত অভিযোগে দুই কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেছি। অভিযোগের বিষয়ে আমরা কোর্টে রিট করব। আগামীকালের মধ্যে একটা টাইম নেব। দেখব উনারা কী করতে পারে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এখানে কোনো শপথ হবে না।

৩ নম্বর কেন্দ্রে দুই নম্বরি করে ভোট মারছে ও ৮ নম্বর কেন্দ্রে নৌকার ব্যালট ছিঁড়ে ফেলা হয়েছে। ওই কেন্দ্রে আমাদের ৬০১ জন ভোট দিতে পারেনি। আমাদের ভোটারদের দৌড়ের মধ্যে রেখেছে। এতে অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এখন আমরা আইনের ধারাতে আগানোর চেষ্টা করব। ইউনিয়ন ও গ্রামবাসী যারা আমাদের সঙ্গে আছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আমি মনে রাখব। ভবিষ্যতেও আমি আপনাদে পাশে থাকতে চাই। আপনারা আমাকে পাশে রাখবেন। এ বিষয়ে আগামীকাল অফিসে গিয়ে বিস্তারিত আলোচনা করব। কেউ কোনো ধরনের ঝামেলা করব না, সোজা বাড়িতে চলে যাব।

আরও পড়ুন : ক্লিনিকে হলো বিয়ে, কেবিনে বাসর

জানা গেছে, চেয়ারম্যান পদে বাবাকে বিজয়ী করতে সিনেমার সব শিডিউল বাতিল করে নির্বাচনী প্রচারণায় কাজ করেন সাইমন। দিন-রাত চষে বেড়ান নির্বাচনের মাঠ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন পাড়া-মহল্লার প্রতিটি ঘরে।

দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতিতে ফিরে পরাজিত হলেন সাইমনের বাবা মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান।

এসকে রাসেল/এসপি