নরসিংদীর রায়পুরায় একটি বিউটি পার্লারের ভেতর থেকে ফারজানা আক্তার (১৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার (১৯) আদিয়াবাদ ইউনিয়নের প্রিপিনগর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। তার স্বামীর বাড়ি রাজশাহীর নাটোরে। তবে তিনি তার স্বামীর সঙ্গে হাসনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে নাটোর এলাকার লোকমান হোসেনের সঙ্গে বিয়ে হয় রায়পুরার আদিয়াবাদ এলাকার ফারজানা আক্তারের। এরপর হাসনাবাদ এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে একটা রুমে থাকতেন তারা। পাশের রুমে বিউটি পার্লার ব্যবসার কাজ করতেন ফারজানা।

সোমবার রাতে অন্যান্য দিনের মতোই স্বামীর সঙ্গে ঘুমাতে যান ফারজানা। তারপর সকালে থাকার ঘরের পাশের রুম বিউটি পার্লারের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বামী লোকমান। স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ফারজানার স্বামী লোকমান মিয়া বলেন, অন্যদিনের মতো রাত দুইটার দিকে ঘুমাতে যাই। এরপর কীভাবে কী হলো বলতে পারছি না।   সকালে উঠে বিউটি পার্লারের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখি।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জব্বার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ফারজানার স্বামীকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি।

রাকিবুল ইসলাম/এনএ