নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ৩টি অ্যাম্বুলেন্স দিল জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের কাছে এসব অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কর্মকর্তা ডা. এল এম মাইনা এসব অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভাসানচরে বর্তমানে ২০ হাজার রোহিঙ্গা রয়েছেন। সেখানে ২০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। বর্তমানে সেখানের স্বাস্থ্যব্যবস্থা অনেক উন্নত। ইউএনএইচসিআর ভাসানচরের রোহিঙ্গাদের জরুরি রোগী সেবা দিতে তিনটি অ্যাম্বুলেন্স দিয়েছে। এতে করে স্বাস্থ্যসেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে।

এ সময় জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফু্দ্দিন মাহামুদ চৌধুরী, এইএনএইচসিআরের প্রতিনিধি দল ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। 

হাসিব আল আমিন/এমএসআর