ঘাটাইলে নৌকার মনোনয়ন বাতিল
টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে নৌকা মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনীত প্রার্থী ইকবাল খানের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল খান উপজেলার কদমতলী বাজার এলাকার জনতা ব্যাংক দিঘড় শাখায় ২২ লাখ টাকা ঋণ নেন। যা তিনি নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পরিশোধ করেননি। ফলে নির্বাচন কমিশন ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।
বিজ্ঞাপন
দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আরিফূল ইসলাম (গনি) জানান, দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল খানসহ স্বতন্ত্র আরেও তিনজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে নৌকা প্রতীক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জানা নেই।
ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, যাচাইবাছাই শেষে জনতা ব্যাংকে ঋণ খেলাপির দায়ে নৌকা মনোনীত প্রার্থী ইকবাল খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/এমএসআর