সাতক্ষীরায় কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় কাভার্ডভ্যান চাপায় রাসেল সরদার (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আলীপুর নাথপাড়া এলাকার মহিদ সরদারের ছেলে। সে আলীপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক দেব কুমার জানান, একটি মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে ফিরছিল ছেলেটি। সাতক্ষীরা থেকে কালিগঞ্জের দিকে যাওয়ার সময় কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হয়। কাভার্ডভ্যানটিকে স্থানীয়রা আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/আরআই