ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-নৌকার সংঘর্ষে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে পণ্যবোঝাই নৌকার সংঘর্ষে আতিকুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনতলা নৌঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিক উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের কালন মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, সন্ধ্যায় নবীনগর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি স্পিডবোট মনতলা ঘাটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পণ্যবোঝাই নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্পিডবোটের যাত্রী আতিকুর মারা যান।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/আরআই