‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই (নিসচার) এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বেলা ৩.৩০ মিনিটে শহরের চৌরাস্তায় সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শোভাযাত্রা ও আলোচনা সভায় সংগঠনের বক্তারা সড়কে গাড়ি চালানোর সময় সকল নিয়ম মেনে চলার জন্য সাধারণ জনগণকে আহবান করেন। গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান করেন তারা। 

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ঠাকুরগাঁও জেলা সভাপতি আবু মহিউদ্দিন বলেন, আপনারা জানেন যে নিরাপদ সড়কের জন্য আমাদের সন্তানরা রাস্তায় আন্দোলন করছে। যদি আমরা নিজেরা সচেতন হই তাহলে আর কোনো প্রাণ সড়কে অকালে ঝরবে না। গাড়ি চালানোর সময় সব নিয়মকানুন, ট্রাফিক আইন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করলে এবং খুব দ্রুত গাড়ি না চালালে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। 

তিনি আরও বলেন, আজকে নিরাপদ সড়ক চাই (নিসচার) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সকল গাড়ি চালকদের হাতে লিফলেট পৌঁছে দিচ্ছি। আশা করছি এর মাধ্যমে চালকরা উপকৃত হবে। 

গাড়ী চালকদের মাঝে সচেতনামূলক লিফলেট, হ্যান্ডবিল বিতরণ শেষে শহরের কয়েকটি জায়গা প্রদক্ষিণ করা হয়।

এম এ সামাদ/আরআই