পায়ুপথে ১০ লাখ টাকার হেরোইন
নাটোরে পায়ুপথে করে ১০ লাখ টাকা দামের হেরোইন বহনকালে মো. ইব্রাহিম (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব। রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর র্যাব ক্যাম্প সিপিসি-২ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আটক ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাজিহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৩টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইব্রাহিম নামের এক যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে জানান যে তার পায়ুপথে কালো রঙের কসটেপ পেঁচানো হিরোইন আছে, যা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা দার ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে নাটোর বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তাপস কুমার/এনএ