নিজস্ব ব্লাডব্যাংক চালু করল আরএমপি
নিজস্ব ব্লাডব্যাংক চালু করল রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে বিভাগীয় পুলিশ হাসপাতালে ব্লাডব্যাংক উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলামের সভাপতিত্বে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী এবং রামেক হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহবুব-উল-আলম।
বিজ্ঞাপন
নগর পুলিশপ্রধান বলেন, পুলিশ ব্লাডব্যাংক জনসেবায় আরএমপির নতুন ডাইমেনশান। এই ব্লাডব্যাংকের মাধ্যমে একদিকে মানবতার চর্চা করে আরএমপি অনন্য উচ্চতায় আসীন হবে, অন্যদিকে জনগণের সঙ্গে পুলিশের দূরুত্ব ঘুচিয়ে জনপ্রত্যাশা পূরণে পথ সুগম করবে। রক্তের বিকল্প কেবলমাত্র রক্তই। অন্য কিছুর বিনিময়ে তা পূরণীয় নয়। তিনি স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। ব্ক্তব্য শেষে পুলিশ কমিশনার পুলিশ ব্লাডব্যাংকে নিজে রক্ত দেন।
তিনি আরও বলেন, আরএমপিতে পুলিশ ও ননপুলিশ মিলে ৩ হাজার ২১৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া রাজশাহী জেলা পুলিশ, আরআরএফ, সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন।
বিজ্ঞাপন
পুলিশের কর্মক্ষেত্রে ঝুকিপূর্ণ দায়িত্ব পালন করাকালে অথবা তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রায়শই রক্তের প্রয়োজন হয়। আর এই রক্ত সংগ্রহ করতে গিয়েই পুলিশ এবং ননপুলিশ সদস্যদের বিড়ম্বনার স্বীকার হতে হয় বা অনেকেই রক্ত সংগ্রহ করতে পারেন না। এইসব দিক বিবেচনায় আরএমপির পুলিশ ব্লাডব্যাংক স্থাপন করা হলো। এই ব্লাডব্যাংক থেকে বিনামূল্যে গরিব, অসহায় মানুষও জরুরি প্রয়োজনে রক্ত পাবেন বলে জানান তিনি।
কমিশনার বলেন, করোনা প্রতিরোধে প্রায় দেড় লাখ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিরতণ করেছে আরএমপি। লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১০ হাজারের অধিক অসহায়, প্রতিবন্ধী ও নিম্নআয়ের বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট ও উন্নয়ন) মুহম্মদ আব্দুর রকিব, রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজরুল ইসলাম প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর