ফাইল ছবি

যশোরের মণিরামপুরে পূর্বশত্রুতার জের ধরে মুকুল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার  (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের গাজীর কবরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মুকুল হোসেন মণিরামপুর উপজেলার শেরআলী মদনপুর গ্রামের আমিন মোড়লের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গাজীর কবরখোলা এলাকায় মুকুল হোসেনকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তিনি পড়ে গেলে একাধিক আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে চলে যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পাঠায়। তবে কী কারণে কারা মুকুল হোসেনকে হত্যা করেছে তা জানাতে পারেননি স্বজনরা।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ রাত সাড়ে ১০টার দিকে মুকুলকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথার পেছনে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

জাহিদ হাসান/আরএআর