এসপি কার্যালয় ঘেরাও, কাউন্সিলরকে ছেড়ে দেওয়ার দাবি
কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ঘনিষ্ঠ বন্ধু ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার ঘটনায় এলাকাবাসী পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে কাউন্সিলর বাবুলকে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ উত্তেজিত জনতাকে বলেন, আপনাদের কাউন্সিলরকে ছেড়ে দেব, আপনারা চলে যান।
উত্তেজিত জনতার দাবির মুখে ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে জনসম্মুখে আনা হয়। এতে জনতা আরও উত্তেজিত হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে উত্তেজিত জনতা কিছুটা দূরে গিয়ে প্রতিবাদ করছে।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর হোসেন বাবুল ভাই জুয়েল জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে। এতক্ষণ ডিবি কার্যালয়ে রাখা নিয়ে সন্দেহ হচ্ছে। এলাকাবাসী পুলিশ সুপার কার্যালয়ে এসে বিক্ষোভ করছেন। পুলিশ আশ্বাস দিয়েছে, তাকে ছেড়ে দেবে।
বিক্ষোভকারী মোবারক জানান, নিহত কাউন্সিল সোহেল ও আমাদের কাউন্সিলর বাবুল ছোটবেলার বন্ধু। একজনের বিপদে আরেকজন ছুটে যেতেন। ষড়যন্ত্র করে পুলিশ তাকে নিয়ে এসেছে। বাবুল ভাইকে দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর রহীম জানান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
অমিত মজুমদার/এমএসআর