ফেরি চলাচল বন্ধ থাকায় সড়কে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে

পাবনার কাজিরহাট ফেরিঘাটের পন্টুনে দুটি ট্রাক উল্টে যাওয়ায় কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ফেরি পারাপারের অপেক্ষায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। দুই কিলোমিটারজুড়ে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাবুবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরিতে উঠতে গিয়ে একটি ট্রাক দেবে গেলে পেছনে অবস্থান নেওয়া আরেকটি ট্রাক উল্টে যায়। ট্রাক দুটি উঠানোর কাজ চলছে। মালামাল নামিয়ে ট্রাক উঠিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা চলছে। ট্রাক দুটি না সড়ানো পর্যন্ত ঘাট সচল করা সম্ভব নয় বলে জানান তিনি।

যাত্রী ও যানবাহনের চালকরা অভিযোগ করেন, কাজিরহাট-আরিচা নৌপথে ছয় থেকে সাতটি ফেরির প্রয়োজন। কিন্তু চালু রয়েছে চারটি। যে চারটি চালু রয়েছে সেগুলো একদিকে যেমন ছোট ও ধীরগতির, তেমনি ত্রুটিযুক্ত। ফলে কাজিরহাট ফেরিঘাটে যানবাহনের ভিড় লেগেই থাকে। যেখানে তিনটি পন্টুন দরকার সেখানে মাত্র একটি পন্টুন থাকায় শ্রমিকদের নাজেহাল হতে হচ্ছে। আরও দুটি পন্টুন স্থাপনের দাবি জানান তারা।

কয়েকজন ট্রাকচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কে ২-৩ দিন ধরে এভাবে বসে থাকায় খাওয়ার কষ্টের সঙ্গে টয়লেটের সমস্যা দেখা দিয়েছে। ঘাটে ট্রাক টার্মিনালে থাকলে মহাসড়ক যানজটমুক্ত থাকতো। ট্রাক শ্রমিকদেরও থাকা, খাওয়া ও টয়লেট নিয়ে সমস্যা হতো না।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা ট্রাকচালক মাজেদুল করিম বলেন,  এতো বড় একটি ফেরিঘাটে মাত্র একটি পন্টুন। আজ পন্টুনে ট্রাক ওঠানোর সময় দুটি ট্রাক উল্টে যায়। বিকল্প পন্টুন থাকলে এমন অবস্থার সৃষ্টি হতো না। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। এখানে কমপক্ষে তিনটি পন্টুন দরকার।

কুষ্টিয়া থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, কিছু কাঁচামাল নিয়ে গতকাল লালন শাহ হয়ে কাশিনাথপুর আসি। বঙ্গবন্ধু সেতুতে যানজট থাকবে বলে কাজিরহাট ঘাট দিয়ে রওয়ানা দেই। একদিন পর আজ সকালে ফেরি পারাপারের সিরিয়াল পাই। তখনই শুনি পন্টুনে দুটি ট্রাক উল্টে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত অপেক্ষা করছি ফেরি পারাপারের জন্য। 

বিআইডব্লিউটিসির কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, দ্রুত ট্রাক দুটির মালামাল সরিয়ে ঘাট সচল করার চেষ্টা চলছে। আশা করি রাতের মধ্যে ঘাট সচল করতে পারব। বিকল্প আরও একটি পন্টুন স্থাপনের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানান তিনি। 

রাকিব হাসনাত/আরএআর