কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় একটি মুরগির বাচ্চা চার পা নিয়ে জন্ম নিয়েছে। চার পা থাকলেও বাচ্চাটির চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।

জানা গেছে, সপ্তাহখানেক আগে উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে মুরগির বাচ্চাটির জন্ম হয়েছে।

আমিনুল ইসলামের স্ত্রী নুরী আক্তার জানান, আমার পালন করা একটি মুররি সাতটি ডিম দিয়েছিল। সেই ডিমগুলো বাচ্চা ফোটানোর জন্য দেওয়া হয়েছে। এর মধ্য থেকে কয়েকটা ডিম নষ্ট হয়ে গেছে। বাকি দুটি ডিম থেকে দুটি বাচ্চা হয়েছে। এর মধ্যে একটি বাচ্চার চারটি পা রয়েছে।

তিনি আরও বলেন, বাচ্চাটি চলাচলের সময় দুই পা ব্যবহার করছে। তবে বাকি দুই পা তুলনামূলক একটু ছোট। এতে চলাচলের কোনো সমস্যা হচ্ছে না বলে জানান নুরী।

নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, এ ধরনের বাচ্চা সাধারণত জন্মগত সমস্যার কারণে হয়ে থাকে।

জুয়েল রানা/এসপি