খুলনা জেলা ও মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির খুলনা মহানগরে অ্যাডভোটেক শফিকুল আলম মনা এবং জেলায় আমির এজাজ খানকে আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্যদের মধ্যে খুলনা মহানগর কমিটিতে তরিকুল ইসলাম জহিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া খুলনা জেলা বিএনপির কমিটিতে আবু হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মনিরুল হাসান বাপ্পীকে সদস্যসচিব করা হয়েছে।

অন্যদিকে একই বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে গোলাম জাকারিয়াকে আহবায়ক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুকে সিনিয়র আহ্বায়ক এবং রফিকুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।

মোহাম্মদ মিলন/এনএ