প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন : প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী অসামান্য অবদান রেখেছেন। নারীদের বিভিন্নভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিভিন্নভাবে কাজ করছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বলা হয়েছিল নারীদের ঘরের মধ্যে থাকতে হবে। নারী শিক্ষা উন্মুক্ত করা যাবে না, নারী নীতিমালা পাস করা যাবে না। প্রধানমন্ত্রী আইন করে দিয়েছেন সন্তানের নামের সঙ্গে থাকবে মায়ের নাম। যেন মা বলতে পারেন এটা আমার সন্তান।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরে বেগম রোকেয়া দিবস ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রেজাউল করিম আরও বলেন, নারীদের চাকরিকালীন মাতৃত্ব ভাতা কম, ছিল সেটি বাড়ানো হয়েছে। বয়স্ক ভাতার পাশাপাশি বিধবা ভাতাসহ নানা সহযোগিতার মাধ্যমে নারীদের প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আজ সারাবিশ্বের বিস্ময়। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টে এমপি। এভাবেই নারীরা এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আমাদের প্রতিটি পরিবারে যেন মেয়ে শিশুদের শিক্ষা দেওয়া হয়। শিশুদের প্রাথমিক পর্যায়ে বাবাদের থেকে মায়েরা বেশি ভূমিকা রাখেন।
পিরোজপুর জেলা প্রশাসনের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসেন।
পরে অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সমাজ উন্নয়নে শিরিনা আফরোজ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ড. মল্লিকা সাহা, সফল জননী মোসা. ফজিলা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হাফিজা সুলতানা এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. নাজমুন্নাহার মুকুলকে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত হন।
বিজ্ঞাপন
আবীর হাসান/আরএআর