আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে রাজশাহীতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর বাটারমোড়ে এই আয়োজন করে নগর আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেকের সভাপতিত্বে সর্বস্তরের নেতাকর্মীসহ পেশাজীবীরা ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি মেয়রকে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, আমি যাতে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সকলে দোয়া করবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের জন্য এবং মানুষের জন্য কাজ করে যাব। আমার পরিশ্রম মেধা, শ্রম যদি দলের জন্য বিন্দুমাত্রও কাজে লাগে, সেটি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, সদস্য আখতার জাহান প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় সংগীত পরিবেশ করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংগীত পরিবেশন করে এএইচএম খায়রুজ্জামান লিটনকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কবি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক।

ফেরদৌস সিদ্দিকী/আরআই