দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমকে সম্মাননা জানিয়েছে দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ডটকম। সোমবার (১৩ ডিসেম্বর) রাতে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে তাকে সম্মাননা প্রদান করা হয়।

ঢাকা পোস্টের পঞ্চগড় প্রতিনিধি মো. রনি মিয়াজীর সঞ্চালনায় ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, চ্যানেল টোয়েন্টিফোর ও নিউজ বাংলার প্রতিনিধি প্রতিনিধি হোসেন রায়হান, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামস উদ্দীন চৌধুরী কালাম, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সরকার হায়দার, বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক খবরের প্রতিনিধি কামরুজ্জামান কামু, ডিবিসি ও কালের কণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, আরটিভর প্রতিনিধি হারুন অর রশিদ, দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি একেএম গোফরান বিপ্লব, দৈনিক নবচেতনার প্রতিনিধি ইনসান সাগরেদ প্রমুখ।

গত ৭ ডিসেম্বর ৭১ এর রণাঙ্গনের জেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমকে নিয়ে ‌‘আমাকে মুক্তিযুদ্ধে যেতে উৎসাহিত করেন বাবা’ শিরোনামে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নতুন প্রজন্মসহ পাঠকদের কাছে বেশ সাড়া জাগায়। 

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম বলেন, ঢাকা পোস্ট নতুন নিউজ পোর্টাল হিসেবে অনেক ভালো কাজ করছে। বিজয়ের ৫০ বছরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতি জেলায় একজন করে মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। আমাদের জেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমকে নিয়ে অসাধারণ প্রতিবেদন প্রকাশ করায় ঢাকা পোস্টের সবাইকে অভিনন্দন জানাই।

পঞ্চগড়ের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম বলেন, আমার মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে ঢাকা পোস্ট একটি প্রতিবেদন করেছে, এতে নিজেকে গর্ববোধ করি। ঢাকা পোস্টের এমন আয়োজন অব্যাহত থাকুক। আনুষ্ঠানিকভাবে আমাকে সম্মাননা প্রদান করায় ঢাকা পোস্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

মো. রনি মিয়াজী/ওএফ