প্রভাষক হযরত আলী

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে মাংসে চর্বি দেওয়ায় কসাইকে কুপিয়ে জখম করেছেন কলেজের এক প্রভাষক। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই প্রভাষকের বৃদ্ধ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ফজলু মিয়া (৬৫), তিনি মামলার ৫ নম্বর আসামি।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে আদিতমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে ফজলু মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার মূল আসামি হযরত আলী সাপ্টিবাড়ি কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক। তিনি পলাতক আছেন।

জানা গেছে, গত শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে গরুর মাংস কেনার সময় মাংসে একটু চর্বি বেশি দেয়ায় প্রভাষক হযরত আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি কসাই শহিদুল ইসলামকে (৩৫) মাংস কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। 

এ ঘটনায় শনিবার রাতেই কসাই শহিদুলের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে আদিতমারী থানায় মামলা দায়ের করেন। 

গুরুতর আহত মাংস বিক্রেতা শহিদুল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা প্রভাষক হযরত আলীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ৯ জন আসামির মধ্যে মামলার ৫ নম্বর আসামি ফজলু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিয়াজ আহমেদ সিপন/এমএএস/জেএস