বিদেশ যাওয়ার টাকা না দেওয়ায় মো. হাসান মঞ্জুর (২২) নাম এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পরীকোট গ্রামে এ ঘটনা ঘটেছে। হাসান মঞ্জুর ডমুরুয়া ইউনিয়নের পরীকোট গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মঞ্জুর বিদেশ যেতে পরিবারের কাছে টাকা চায়। পরিবার টাকা দিতে অস্বীকার জানালে তিনি অভিমান করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাসিব আল আমিন/এমএএস