বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ফজলে শামস পরশের নেতৃত্ব শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবনেতারা।

এ সময় ফজলে শামস পরশ বলেন, এই বিজয়ের মর্যাদা রক্ষার জন্য আমাদের যুবসমাজ এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তাদের সম্মানবোধ দেখাতে হবে। শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন, আমাদের পূর্বপুরুষরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ত্যাগ স্বীকার করে গেছেন, সেই ত্যাগের মাধ্যমে উদ্ভাসিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠনই আমাদের যুবলীগের কাম্য। আমাদের যুবলীগ এবং যুবসমাজ আগামীর ভবিষ্যৎ সমাজ গঠনে নেতৃত্ব দেবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ভুইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় যুলীগের নেতাকর্মীরা।

মাহিদুল মাহিদ/এনএ