দোলনা থেকে পানির বালতিতে পড়ে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে খেলা করতে গিয়ে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইলিশমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু নুসরাত জাহান (৯ মাস) সাদ্দাম আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
বিজ্ঞাপন
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির আঙিনায় থাকা দোলনার ওপর খেলা করছিল। এ সময় পাশে থাকা পানিভর্তি বালতিতে দোলনা থেকে পড়ে যায় সে। শিশুর মা শিরিনা বেগম দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর আগুনের তাপ দিয়ে সুস্থ করার চেষ্টা করেন।
তবে শিশুটির শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুঠোফোনে ঢাকা পোস্টকে জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, হাসপাতাল থেকে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
মো. জাহাঙ্গীর আলম/এনএ