রাজশাহীতে মাথায় ইট পড়ে নাজিম উদ্দিন (৫০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। হাসপাতালের ভেতরে চারতলা একটি ভবনের সম্প্রসারণ কাজ চলমান। সেখানেই নির্মাণশ্রমিক হিসেবে যুক্ত ছিলেন নাজিম উদ্দিন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ রুহুল আমিন জানান, নির্মাণাধীন ৫ তলায় ইট তুলছিলেন কর্মীরা। ওই সময় নিচে ছিলেন নাজিম উদ্দিন। উপর থেকে ইট তার মাথায় পড়ে।

মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেন অন্যান্য কর্মীরা। পরে তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহ রামেক হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর