মুক্তিযুদ্ধ নিয়ে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ
‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শিরোনামে দেশব্যাপী রচনা প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। দুইটি গ্রুপে সারাদেশ থেকে বাছাইকৃত ১ লাখ ৫১ হাজার ৫১৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকেই অংশ নেয় ৪৯ হাজার ৩৮৩ জন। সর্বোচ্চ প্রতিযোগী অংশ নেওয়ায় শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ।
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, সোনার বাংলা গড়ার প্রত্যয়, স্বাধীনতা সংগ্রামের প্রকৃত তাৎপর্য অনুধাবন ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজ, মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
বিজ্ঞাপন
রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ ছাড়াও দেশের সাতটি বিভাগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়া নিয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, এই অর্জন পুরো জেলাবাসীর জন্য আনন্দের ও গর্বের। এই অর্জনের কৃতিত্ব জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে এ ধরনের সব প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হচ্ছে। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি সবক্ষেত্রেই এগিয়েছে চাঁপাইনবাবগঞ্জ। এর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আগামীতে এর থেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে সবাইকে। শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর চেতনা জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে অংশ নেয়। প্রত্যেক জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই গ্রুপে সেরা ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সারাদেশ থেকে দুই গ্রুপে ৫০ জন করে শ্রেষ্ঠ ১০০ জনকে পুরস্কৃত করে জাতীয় মানবাধিকার কমিশন। এ ছাড়াও তাদেরকে দুই বছর মেয়াদে মাসিক ২ হাজার করে টাকা স্কলারশিপ প্রদান করবে মানবাধিকার কমিশন।
সারাদেশ থেকে বাছাইকৃত ১ লাখ ৫১ হাজার ৫১৬ জন শিক্ষার্থীর মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ে ৩৪৭ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে অংশ নেয় ৬ জন প্রতিযোগী। সারাদেশের ৩৪৭ জন প্রতিযোগীকে নিয়ে ভিডিও কনফারেন্সে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সেরা ১০০ জনকে পুরস্কৃত করা হয় এবং তাদরকে স্কলারশিপ প্রদান করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী হলো- নাচোল মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মনিরা ইয়াসমিন। চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি শিক্ষার্থীরা হলো- নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের সানজিদা খাতুন, নিজামপুর আলিম মাদরাসার দ্বিতীয় বর্ষের নায়েমা খাতুন, ভোলাহাট সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির আসফিয়া খাতুন, নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মো. আবুল হাসান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের একাদশ শ্রেণির সায়েমা খাতুন।
মো. জাহাঙ্গীর আলম/আরআই