বিদ্রোহী প্রার্থীদের হাত-পা ভেঙে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন। 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসিনা দৌলা বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। সাবধান হয়ে কিন্তু আপনারা আপনাদের মার্কায় ভোট চাইবেন। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি  বলেন, তাদের (বিদ্রোহী প্রার্থী) বসাইয়া দেবেন। এই যে পায়ের হাড্ডি আছে না, হাড্ডি ভেঙে দেবেন। হাতের কবজি ভেঙে দেবেন। পায়ের যদি নলি ভেঙে দেন হাঁটতে পারবে না। 

বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে হাসিনা দৌলা বলেন, আমাদের সরকারি সংস্থাগুলো আপনাদের হাঁটতেও দেবে না, আপনাদেরকে ভোট চাইতেও দেবে না। এমনকি ভোট দিতেও দেবে না। কষ্ট করে কিচ্ছু হবে না। আপনাদের টাকা যদি বেশি হয় সাভারের এমপি সাহেবরে দিয়ে আসেন। আমরা একটা আওয়ামী লীগের ভবন বানাব। 

তিনি বলেন, টাকা বেশি হয়েছে তো, অর্থ উপার্জন করেছেন ইয়ে উপায়ে সেজন্য ওই টাকার মর্ম নাই আপনাদের কাছে। আপনি যে দাঁড়িয়েছেন বিরোধী দলে, আপনাকে কতজন চেনে। আমি আপনাদের খোঁজখবর নিয়েছি। আপনাদের সম্বন্ধে রিপোর্ট ভালো না। সুতারাং যদি সময় থাকে আজ রাতের মধ্যেই বসে আমাদের টেলিফোনের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে জানিয়ে দিন। আমরা আপনাদের বহিষ্কার করব না।  

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, আমি এসব কথা বলেছি। বিদ্রোহী প্রার্থীদের ভয় দেখানোর জন্য বলেছি।

প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সাভারের ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাভারের দুটি ইউনিয়ন বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ সর্বমোট ৫২৬ জন। 

এর মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নে চেয়ারম্যান,  সংরক্ষিত নারী সদস্য ২ জন ও সাধারণ সদস্য পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ১১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন, জাকের পার্টির ২ জন ও স্বতন্ত্র প্রার্থীর ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাভারে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ৬৮৯ জন ও নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন।

মাহিদুল মাহিদ/আরএআর