সৈকতের সুগন্ধা পয়েন্টে ওয়াটার বাইকের (জেটস্কি) ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ফাহিম নামে এক পর্যটক। এ ঘটনায় অজ্ঞাত জেটস্কি চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আহত পর্যটকের পরিবার।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন আহত ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ। বুধবার বেলা ১১টার দিকে নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, এখন মামলা হয়েছে। তদন্ত কাজ দ্রুতগতিতে চলছে। খুব শিগগিরই আসামিদের শনাক্ত করা হবে।

২৩ বছর বয়সী ওই যুবক মঙ্গলবার দুপুরে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসল করছিলেন। সে সময় পেছন থেকে একটি জেটস্কি ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান।

ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ বলেন, ফাহিমের অবস্থার অবনতি হয়েছে বলে তাকে ঢাকায় পাঠিয়েছে চিকিৎসক। কিন্তু এখনও প্রশাসন কাউকে শনাক্ত করতে পারেনি। তাই আমরা মামলা করেছি। দেখি এখন কী হয়। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সৈকতে জেটস্কি চলাচল বন্ধ থাকুক।

জেটস্কি চলাচল বন্ধ রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ঘটনার পর থেকে সৈকতে কোনো ওয়াটার বাইক নামতে দেওয়া হয়নি। 

এসপি