মেম্বার প্রার্থী ফালু মিয়া

মেম্বার ও চেয়ারম্যানদের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিবন্ধী ভাতার কার্ড না পেয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন দৃষ্টিপ্রতিবন্ধী ফালু মিয়া (৬০)। এই ওয়ার্ডে ফালু মিয়াসহ মোট মেম্বার প্রার্থী ৭ জন। ৬ জন মেম্বার প্রার্থীর সঙ্গে তিনিও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সমান তালে। অন্ধ প্রার্থীর প্রচার-প্রচারণা নজর কাড়ছে এলাকার ভোটারদের।

ফালু মিয়া জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরনোয়াকান্দী গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও সন্তানের সহায়তায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। তবে বেশির ভাগ সময় তিনি তার মেয়ের সহায়তায় ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোট চাওয়ার সময় ভোটারদের দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

হতদরিদ্র ফালু মিয়া জরাজীর্ণ বসতঘরে থাকেন। প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় নির্বাচনের পোস্টার করেছেন। অন্য ৬ প্রার্থীর সঙ্গে তার পোস্টারেও ছেয়ে গেছে জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড। 

প্রতিবন্ধী ফালু মিয়া বলেন, দুই বছর ধরে প্রতিবন্ধী ভাতার কার্ড পেতে মেম্বার ও চেয়ারম্যানদের দ্বারে ঘুরেছি। কিন্তু কোনো রকম সহায়তা পাইনি। আমি বুঝতে পারছি মুখ দেখে সহায়তা দেওয়া হয়। আসল অসহায় মানুষেরা সহায়তা পায় না। এতে মনের কষ্টে নিজেই এবারের নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি বিজয়ী হলে গরিব-দুঃখী মানুষের হয়ে কাজ করব। 

এদিকে জালালপুর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আব্দুল খালেক সরকার রাজু (নৌকা), হাবিবুর রহমান রোস্তম (আনারস), গোলাপ মিয়া (মোটরসাইকেল), মো. মতিউর রহমান (টেবিল ফ্যান), মো. রফিকুল ইসলাম রফিক (চশমা) ও আসাদুজ্জামান ভুঁইয়া সোহেল (ঘোড়া)। 

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। 

এসকে রাসেল/আরএআর