মানিকগঞ্জে ৮৭ শিক্ষার্থীর ভর্তি নিয়ে অনিশ্চয়তা
লটারিতে উত্তীর্ণ হয়েও বয়স জটিলতার কারণে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ৮৭ শিক্ষার্থীর। সরকারি নীতিমালা অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে ১১ বছর। এ কারণেই তাদের ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিদ্যালয়ে গিয়ে ভর্তির ফরম তুলত গিয়ে এসব শিক্ষার্থী ও অভিভাবক জানতে পারেন, বয়স ১১ বছর না হলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে না। এমন তথ্য জানার পরপরই মানিকগঞ্জ সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিজ্ঞাপন
বুধবার (২২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ষষ্ঠ শ্রেণিতে লটারিতে উত্তীর্ণ হওয়া এসব শিক্ষার্থী ও অভিভাবকরা এ বিক্ষোভ ও সমাবেশ করেন।
সমাবেশ শেষে ওই বিদ্যালয়ের প্রাধন শিক্ষক ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সঙ্গে দেখা করে এই সমস্যার বিষয়ে জানিয়েছেন অভিভাবকরা।
বিজ্ঞাপন
গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত লটারিতে ষষ্ঠ শ্রেণিতে ৩৫৮ জন ভর্তির জন্য মনোনীত হয়। এর মধ্যে প্রভাতী শাখায় ১৮০ জন ও দিবা শাখায় ১৭৮ জন। ভর্তির ফরম বিতরণ ও জমা নেওয়া শুরু হয়েছে ২০ ডিসেম্বর থেকে। ভর্তির শেষ তারিখ আগামীকাল ২৩ ডিসেম্বর।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর। সেই হিসাবে দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তির বয়স নির্ধারিত হবে এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একজন শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১১ বছর হতে হবে।
অভিভাবক কামরুল হাসান বলেন, লটারিতে আমার সন্তান ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছে। জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে ছেলে ভর্তির সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি। কিন্তু ছেলেকে আজ ভর্তি করাতে বিদ্যালয়ে আসার পর জানতে পারি, ১১ বছর না হলে ভর্তি ফরম দেবে না স্কুল কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, আমার ছেলের বয়স ১১ বছরের কম। লটারিতে আবেদন করার সময় এ বিষয়টি আমাদের জানানো হয়নি। এখন ছেলেকে কোথায় ভর্তি করাব? বয়স জটিলতার কারণে এখন আমার ছেলের লেখাপড়া কি বন্ধ হয়ে যাবে?
অভিভাবক নাসরিন আক্তার বলেন, আমার সন্তান এই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। এখন বয়স কম থাকার কারণে ভর্তি হতে পারবে না। এটা খুবই দুঃখজনক। লটারিতে আবেদন করার সময় তো বয়স কমের বিষয়টি ছিল না। অনলাইনে কেন বয়সের বিষয়টি উল্লেখ করা হয়নি? এখন ভর্তি করাতে এসে শুনি ছেলে ভর্তি হতে পারবে না।
কামরুল হাসান, নাসরিন আক্তারের মতো অন্য অভিভাবকরাও একই ধরনের অভিযোগ করেন। এ ছাড়া শিক্ষার্থীরা তাদের ভর্তির বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন বলেন, ভর্তির নীতিমালা অনুযায়ী এবার ষষ্ঠ শ্রেণিতে বয়স ১১ বছরের নিচে থাকায় ৮৭ জনকে আমরা ভর্তির ফরম দিতে পারিনি। চলমান সমস্যার বিষয়টি আমি জেলা প্রশাসককে জানিয়েছি।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, নীতিমালা অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১১ হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এটা শুধু মানিকগঞ্জ নয়, দেশের অন্যান্য জায়গাতেও একই নিয়ম হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সরকার অবশ্যই শিক্ষার্থীদের ব্যাপারে ভালো একটি সমাধান দেবে।
সোহেল হোসেন/এনএ