নির্মাণাধীন ভবন থেকে শাবল পড়ে প্রাণ গেল নারীর
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে লোহার শাবল পড়ে জাহানারা বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম শহরের খানপুর এলাকার প্রয়াত ফুটবলার ও তোলারাম কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক জাকির হোসেনের স্ত্রী। এছাড়া জাহানারা বেগম ফটুবলার সম্রাট হোসেন এমিলির ফুফাতো বোন।
বিজ্ঞাপন
নগরীর ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, ১০ তলা ভবনের মালিক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া। সানরাইজ ডেভেলপার নামে একটি কোম্পানি বাড়িটি নির্মাণ করছে। কিন্তু সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। সকালে ওপর থেকে একটি শাবল পথচারী জাহানারা বেগমের মাথায় ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করে। তাছাড়া সামনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেহেতু ভবনের অনুমোদন দেয় রাজউক সেহেতু তারা দেখভাল করার কথা। কিন্তু তারা সেটা করেনি।
এদিকে ঘটনার পর ওই ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির কাউকে পাওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, বিষয়টি জানতে পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভবন মালিকের গাফিলতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজু আহমেদ/আরএআর