নির্বাচনে জয়ী হয়ে প্রতিপক্ষের ১৫ বাড়ি ভাঙচুর
ভূঞাপুর উপজেলা পৌরসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালায়
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌরসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে ভূঞাপুর পৌরসভার কুতুবপুরে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থকদের ১৫টি বাড়ি ভাঙচুর করেন। হামলা আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকাটি। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানান, শনিবার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। হাতের আঙুল ও কবজি কেটে নেওয়া হয় কাউন্সিলর প্রার্থী জাহিদের সমর্থক সূচী বেগমসহ আরও একজনের।
রাতে ফলাফল ঘোষণার পর বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক আজহার, শামছুল, জলিল, মান্নান, সাদেক, আমজাদ, আনোয়ার, শহীদুজ্জামান, শামছুজ্জামান, সাইফুল, সবুর, মোমেন, করিম মেম্বার, ইসরাইল ও সাত্তারে বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় রাত থেকেই পুরুষশূন্য হয়ে পড়েছে ওই এলাকা।
বিজ্ঞাপন
তবে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেছেন, জাহিদুল ইসলামের সমর্থকদের বাড়িঘর কারা ভাঙচুর করেছে আমি জানি না।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় কুতুবপুর এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিজিৎ ঘোষ/এএম