বান্দরবানে সড়ক দুর্ঘটনায় গাড়িচালক নিহত
বান্দরবানের সদর উপজেলায় গাছের সঙ্গে জিপগাড়ির ধাক্কা লেগে নয়ন বড়ুয়া (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার রাত একটার দিকে উপজেলার বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন বড়ুয়া সদরের ৫ নম্বর ওয়ার্ডের সুনীল বড়ুয়ার ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, নয়ন তার বন্ধুদের নিয়ে রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে এক বন্ধুকে আনতে যাচ্ছিলেন। মদপানরত অবস্থায় নয়ন গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এ সময় গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে স্থানীয় ব্যক্তিরা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা তার পাঁচ বন্ধু আহত হন।
বিজ্ঞাপন
বান্দরবান সদর থানা পলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিজভী রাহাত/এনএ