কক্সবাজারে ৬ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ পিস ইয়াবাসহ মাহাত নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। তিনি বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মো. কালুর ছেলে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে র্যাব-১৫ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে অধিনায়ক খাইরুল আমিন সরকার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মিয়ানমার থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি চক্র ইয়াবা প্রচার করে আসছিল। গোয়েন্দাদের নজরদারি করে অভিযান পরিচলনা করা হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে একজনকে আটক করেন র্যাব সদস্যরা।
বিজ্ঞাপন
এ সময় আটক রোহিঙ্গা যুবকের কাছ থেকে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। আটক যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
আরএআর