ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বাবা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছিরু মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার ছেলেও গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিরু মোল্লা জামালপুর ইউনিয়নের সাবনী গ্রামের মৃত আবদুস সামাদ মোল্লার ছেলে। আহত হয়েছেন ছিরু মোল্লার ছেলে সোবহান মোল্লা (২০)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছিরু মোল্লা ও তার ছেলে সোবহান মোল্লা একসঙ্গে ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন। চালকের আসনে ছিলেন ছেলে সোবহান মোল্লা। ছিরু মোল্লা ট্রাক্টরের পেছন পেছন হাঁটছিলেন। সকালে কুয়াশা থাকায় দূরের কিছু দেখা যাচ্ছিল না। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গি এক্সপ্রেস ট্রেন নলিয়া স্টেশন এলাকায় চলে আসে। কিন্তু কুয়াশায় তারা ট্রেন দেখতে না পেয়ে রেলগেট পার হচ্ছিলেন। একেবারে শেষ মুহূর্তে ট্রেন দেখতে পেয়ে ছেলের জীবন বাঁচাতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বাবা। ছেলে সোবহানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেন ছিরু মোল্লা। এ সময় তার ছেলেও আহত হন।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/আরএআর