নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের জরাজীর্ণ রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মো. সোহাগ রনি।

শনিবার বেলা ১১টায় এলাকাবাসীর অনুরোধে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দারোগোল্লা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার খানাখন্দ সংস্কার কাজ শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সোহাগ বলেন, সামাজিক ও মানবিক কাজ করা আমার বংশগত বৈশিষ্ট্য। আমি আমার এলাকার উন্নয়নে কাজ করছি। এলাকাবাসীর দোয়া আমাকে এসব কাজ করতে উৎসাহিত করে। এলাকার উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আরও কিছু রাস্তার সংস্কার কাজের অনুরোধ জানিয়েছেন। খুব শিগগিরই সেগুলোই সংস্কার করে দেব।

এ সময় সোনাখালী, দারোগোল্লা, ভাটিপাড়া, উলুকান্দী, নাল আলাবদি, পাঁচপীর দরগাহ, ভাগলপুর, শুকুরদি, মাদবপুর, পিচ মাদবপুর, বাবরকপুর, কাফুরদি, কাইকারটেক, শেখ সাহেবের বাড়ি, দলদার, রহমতপুর, আশ্রবদি, দুলুবেরকান্দী, কামারগাঁও, বৈরবদি, উলুকান্দা, মুকতিশপুর এলাকার স্থানীয় লোকজন রাস্তার সংস্কার কাজের জন্য হাজী শাহ মো. সোহাগ রনির প্রশংসা করেন।

শেখ ফরিদ/এমএএস