সাভারে নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩
সাভারের আশুলিয়ায় মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রচারণা গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াপাড়া বুরুজ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গাড়িতে থাকা জসীম ঢাকা পোস্টকে বলেন, আমরা ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর মোরগ মার্কার নির্বাচনী প্রচারণা করছিলাম। সারা দিন ভালোভাবেই প্রচারণা চালিয়েছি। কিন্তু প্রচারণা শেষে ফেরার পথে বুরুজপাড় এলাকায় আমাদের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পরে ভয়ে আমরা গাড়ি থেকে যাই।
এ ব্যাপারে মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নির্বাচন কর্মকর্তা বরাবরও অভিযোগ দায়ের করব।
বিজ্ঞাপন
এদিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বলেন, আমরা ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী প্রচারণাকালে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা হামরা করেন। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের দুইজনসহ মোট ৩ জন আহত হন। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ-আলম বলেন, দুপুরে একটা হাতাহাতির ঘটনা ঘটেছিল। সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটা তেমন কিছু না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে সাভারের ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাভারের দুটি ইউনিয়ন বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন, সংরক্ষিত পদে ১১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ সর্বমোট ৫২৬ জন।
মাহিদুল মাহিদ/এসকেডি