চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তিনটি ইউনিয়নের পাঁচটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার কারণে ব্যালট পেপার শেষ হয়ে যায়। ফলে রিটার্নিং কর্মকর্তা ওই ৫টি কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রাখার নির্দেশ দেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা ওই ৫ কেন্দ্রে ভোট বাতিল করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। তিনি জানান, ভোলাহাট সদর ইউনিয়নের ৭ নং কেন্দ্র ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট, গোহালবাড়ি ইউনিয়নের ৬ নং কেন্দ্র খালে আলমপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়, দলদলি ইউনিয়নের ১ নং কেন্দ্র নজিরপুর সরকারি বিদ্যালয়, ৩ নং ময়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নং কেন্দ্র আদাতলা প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়া হয়। এ জন্য এসব কেন্দ্রে ব্যালেট পেপার শেষ হয়ে যায়।

তিনি জানান, ভোলাহাটে ৪টি ইউনিয়নের মধ্যে মাত্র ১টি ইউনিয়নের ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ওই ৩ ইউনিয়নে ফের ভোট গ্রহণ করা হবে। তবে এখনও দিন ধার্য করা হয়নি।

মো. জাহাঙ্গীর আলম/এসকেডি