কুড়িগ্রামে বীর প্রতীক আব্দুল হাই পেলেন ঢাকা পোস্টের সম্মাননা
কুড়িগ্রামে বীর প্রতীক আব্দুল হাই সরকারকে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করেছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
অসুস্থ থাকায় সোমবার (২৭ ডিসেম্বর) রাতে বীর প্রতীক আব্দুল হাই সরকারের নিজ বাড়িতে এ সম্মাননা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউনুস আলী, ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধি মো. জুয়েল রানা, অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের প্রতিনিধি মো. মাসুদ রানা, সিটি নিউজ ঢাকা'র প্রতিনিধি মো. ফজলুল করিম ফারাজীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বীর প্রতীক আব্দুল হাই সরকার ঢাকা পোস্টকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আমাকে সম্মাননা দিয়েছে। এ রকম সম্মাননা পেলে ভালো লাগে। ঢাকা পোস্ট আমাকে এ সম্মাননা দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিজ্ঞাপন
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউনুস আলী বলেন, ঢাকা পোস্টের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার বিষয়টি খুবই আনন্দের বিষয়। এমন আয়োজনে উপস্থিত হতে পেরে গর্ববোধ করছি। আশা করি মুক্তিযোদ্ধাদের নিয়ে ঢাকা পোস্টের এই আয়োজন অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ‘ঢাকা থেকে আটদিন ধরে হেঁটে এসে যুদ্ধে যোগ দিই’ শিরোনামে গত ৮ ডিসেম্বর ঢাকা পোস্ট বীর প্রতিক আব্দুল হাই সরকারকে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি সাক্ষাৎকার প্রকাশ করে।
মোঃ জুয়েল রানা/আরআই