নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪৫)।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৃত ফুলমতি ওই এলাকার রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী। আগুনে পরিবারটির ৪টি ঘর, ২টি গরু ও ৩টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। 

স্থানীয় ইউপি সদস্য প্রকাশ চন্দ্র রায় জানান, ঘটনার সময় ওই বাড়িতে কোনো পুরুষ ছিলেন না। মৃত ফুলমতি প্যারালাইজড রোগী। সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকেন। অগ্নিকাণ্ডের সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ অঞ্জনা অগ্নিদগ্ধ হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সেখানে যান জলঢাকা ও কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে মরদেহ বের করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শরিফুল ইসলাম/এসকেডি