ফেনীতে ১৪৪ ধারা ভঙ্গ করে কাফনের কাপড় পরে বিক্ষোভ-সমাবেশ করছে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের তাকিয়া রোডে এ ঘটনা ঘটে। এতে দুজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। তবে একই সময়ে একই স্থানে জেলা যুবলীগ সমাবেশের ঘোষণা দেওয়ায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, ওয়াপদা মাঠে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে পাঠানো হয়। কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ ওই স্থানে কর্মী সমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

এসপি