কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অধিকার বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন। ‘রোহিঙ্গা সন্ত্রাসী নিপাত যাক, স্থানীয়রা মুক্তি পাক’ স্লোগান নিয়ে বুধবার (২৯ ডিসম্বের) সকাল ৯টার দিকে উখিয়া উপজেলার বালুখালী এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 

অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউল হোসেনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মন্জুর, ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো, আব্দুল মালেক প্রমুখ। 

বক্তারা বলেন, মানবিক দিক বিবেচনা করে রেহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কিন্তু তারা আমাদের লাশ উপহার দিয়েছে। অনেক মায়ের বুক খালি করেছে। আমরা আর কোনো ভাইদের লাশ দেখতে চাই না। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চাই ও স্থানীয়দের নিরাপত্তা জোরদার করার দাবি জানাই।

তারা আরও বলেন, কিছুদিন আগে রামু উপজেলা থেকে চারজন ছাত্রকে সেন্ট মার্টিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে তারা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রশাসনের ভূমিকায় ওই ছাত্ররা মুক্তিপণ ছাড়াই বাবা-মায়ের কোলে ফিরেছে।

রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর রোহিঙ্গা সন্ত্রাসীরা অনেক বাংলাদেশিকে অপহরণ করেছিল। তারা মুক্তিপণ দিতে না পেরে অনেকে লাশ হয়ে বাড়ি ফিরেছে। এ ধরনের কোনো ঘটনা যেন আর না ঘটে, রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে যেন অপহরণ হয়ে কোনো মায়ের বুক খালি না হয়- সেদিকে খেয়াল রেখে তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানাই। আগামী জানুয়ারির মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন দাবি করেন বক্তারা। 

আরএআর