লক্ষ্মীপুরে ৮ ঘণ্টা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা বাস মালিক সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

এদিকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা আউটার স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। এ সমাবেশে জনগণের উপস্থিতিতে বাধা দিতেই মিথ্যা অভিযোগে যুবলীগ নেতা টিপু বাস বন্ধের ঘোষণা করেছেন।

বাস মালিক সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে রায়পুরের রাখালিয়া এলাকায় একটি বাস ভাঙচুর করা হয়েছে। এতে মালিক সমিতির জরুরি বৈঠক ডাকা হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ভাঙচুরের প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় সব বাস চলাচল বন্ধ থাকবে।

তবে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, রায়পুরে বাস ভাঙচুরের কোনো ঘটনাই ঘটেনি। কেউ আমাদের অভিযোগও করেনি। বাস চলাচল বন্ধের বিষয়টিও জানা নেই।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, আমাদের সমাবেশে জনগণের উপস্থিতি হ্রাস করতেই বাসমালিকরা সিদ্ধান্তটি নিয়েছেন। হঠাৎ বাস বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। তবে আমাদের সমাবেশ সফল করতে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। আশা করি সরকার দলও এতে বাধা দেবে না। যদি পথে পথে বাধাগ্রস্ত না হয়, তাহলে সমাবেশস্থলে জনগণের ঢল নামবে।

হাসান মাহমুদ শাকিল/এনএ