প্রধানমন্ত্রী ইচ্ছা করলে নির্বাচন সুষ্ঠু হবে : তৈমুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন, তাহলে এ নির্বাচন সুষ্ঠু হবে। বাংলাদেশের একমাত্র পাওয়ার পয়েন্ট প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এটি নির্ভর করে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তৈমুর আলম খন্দকার বলেন, আমি রাজনীতি শুরু করেছিলাম রাস্তায় খেটে খাওয়া মানুষের সঙ্গে। আমি এখনও তোদের লোকই আছি। আমি এই নগরীর লোক, নগরবাসী আমার প্রিয়জন। আমি গরিবের পেটে লাথি মারব না, মারতে পারব না আর যদি কেউ মারে তাকে প্রতিহত করব। এটাই তৈমুরের নীতি।
এদিকে তৈমুর আলম খন্দকার প্রার্থী হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দীর্ঘদিনের বিভেদ মিটে গেছে। একাট্টা হয়ে তার পক্ষে ভোট চাইতে মাঠে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। এ সময় নেতাকর্মীদের বেশ উজ্জীবিত দেখা গেছে। তৈমুরের জয়ের ব্যাপারেও আশাবাদী তারা।
বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন বলেন, আমাদের আজ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত লক্ষ্য একটাই, মানুষের ঘরে ঘরে পৌঁছানো। তৈমুর ভাইকে ছাড়াও আমরাই প্রচারণা চালাব। জয় নিয়েই ফিরতে হবে আমাদের। যদি কোন ওলটপালট হয় তবে এবার নারায়ণগঞ্জে ভয়ানক পরিস্থিতির জন্ম হবে।
রাজু আহমেদ/আরএআর