বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিত ও নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশ শুরু হয়েছে। 

বৃহস্পতির (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা আউটার স্টেডিয়ামে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ শুরু হয়। 

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সিএনজি অটোরিকশা ও লেগুনাতে করেই সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা। রায়পুরের রবিদাশ পুল এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলাবাহিনী যাত্রীদের তল্লাশি চালাচ্ছে।

অন্যদিকে লক্ষ্মীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের শহরে অবস্থান নিতে দেখা গেছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় এতে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, বিভিন্ন সময় বাস ভাঙচুরের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান বলেন, আমাদের সমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধের ঘোষণা দুঃখজনক। প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের কাছে আমরা সহনশীল আচরণ প্রত্যশা করছি।

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বাসসহ সব গাড়ি বন্ধ থাকলে পদযাত্রায় জনগণ সমাবেশে আসবে। আমাদের সমাবেশে জনগণের ঢল নামবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, বিএনপি নেতারা বিভিন্নস্থানে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। তবে আমাদের পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি নেই বলে তিনি জানিয়েছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

হাসান মাহমুদ শাকিল/আরআই