পটুয়াখালীর দুমকিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শওকত হোসেন (৪৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১ জানুয়ারি) দুপুরে পায়রা সেতুর টোলপ্লাজায় এ ঘটনা ঘটে। এ সময় অপর আরোহী রফিকুল ইসলাম (৫০) আহত হয়েছেন।

জানা গেছে, পায়রা সেতুর টোলপ্লাজায় নম্বরপ্লেট-বিহীন ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দিলে পুলিশ সদস্য শওকত হোসেন ও অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শওকত হোসেনের মৃত্যু ঘটে।

অপর আহত রফিকুল ইসলামকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ঘাতক ট্রাক জব্দ করেছে। নিহত পুলিশ কনস্টবল শওকত হোসেন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে এবং আহত রফিকুলের বাড়ি বরিশালের কোতোয়ালি থানার কর্ণকাঠি গ্রামে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
   
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। পুলিশ সদস্য শওকত হোসেনের লাশ বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসআর