সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে এক নম্বরে রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এ বাহিনীর গুণগত মান বিশ্ব পর্যায়ে নিয়ে যেতে চাই। 

রোববার (২ জানুয়ারি) সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, এ অর্জন একদিনে হয়নি, আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও স্থানীয় (হবিগঞ্জের) দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

মোহাম্মদ নুর উদ্দিন/এমএসআর/জেএস