বাংলাদেশের পুলিশ এখন বিশ্বমানের কাছাকাছি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি।
রোববার (২ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সদ্য নিয়োগপ্রাপ্ত ‘ট্রেইনি রিক্রুট কনস্টবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরি নয়, দেশের সেবাই পুলিশের প্রধান উদ্দেশ্য। আইনশৃঙ্খলা ঠিক না থাকলে কোনো উন্নয়নই কাজে আসবে না। দেশের শৃঙ্খলা, শান্তি ও উন্নয়ন ধরে রাখতে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে।
সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবলের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে একাডেমি চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন কেন্দ্রীয় পুনাক সভানেত্রী বেগম জীশান মীর্জা।
ফেরদৌস সিদ্দিকী/আরআই