বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে দশ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (৩ জানুয়ারী) দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার স্টেশনের লিডার মহিদুল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত শনাক্তে ফায়ার সার্ভিসের তদন্ত টিম কাজ করছে। এ ঘটনায় কেউ বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আবার কেউ বলছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত প্রতিবেদন এলে নির্দিষ্টভাবে বলা যাবে কী কারণে আগুন লেগেছে।

আগুনে বাজারের ভবরঞ্জন রায়ের ঔষধের দোকান, ডা. মন্মথ হালদারের ঔষধের দোকান, প্রফুল্ল ওঝার চায়ের দোকান, লিটন দাসের ঔষধের, হরশিদ ঘরামির টেইলার্স, সজল বাড়ৈর টেইলার্স, সঞ্জয় পান্ডের ডেকোরেটর, সজল বালার ইলেকট্রনিক্সের, গোবিন্দ শীলের সেলুন, পথিক হালদারের গার্মেন্টস ও কসমেটিক্স এর, সমীর ঘটকের স্বর্ণে দোকান সস্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। 

এ ছাড়া পথিক হালদারের ২টি দোকান, লিটন দাসের দোকানের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে ওই বাজারের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

সৈয়দ মেহেদী হাসান/আরআই